ইউরোপ মহাদেশের দেশ গুলোর নাম ও রাজধানী ও মুদ্রা

Names and Capitals and Currencies of European Continent Countries আমরা সবাই জানি যে, ইউরোপ মহাদেশ এর স্বাধীন দেশের সংখ্যা হলো ৫০ টি। আর সেই সকল দেশের নিজস্ব রাজধানী ও মুদ্রার প্রচলন আছে। তো আজকের আলোচনায় আমি আপনার সাথে ইউরোপ মহাদেশের দেশ গুলোর নাম, রাজধানী ও মুদ্রার নাম শেয়ার করবো।  

আরো পরুনঃ ইউরোপ মহাদেশ কয়টি দেশ আছে | ইউরোপ মহাদেশের দেশ কয়টি ও কি কি?

ইউরোপ মহাদেশের দেশ গুলোর নাম ও রাজধানী ও মুদ্রা

এবার আমি আপনাকে একটি তালিকা প্রদান করবো। যে তালিকায় আপনি ইউরোপ মহাদেশ এর মোট ৫০ টি দেশের নাম, রাজধানী ও মুদ্রার নাম জানতে পারবেন। আর উক্ত তালিকা টি নিচে শেয়ার করা হলো। যেমন, 

সিরিয়াল

দেশের নাম

রাজধানীর নাম

মুদ্রার নাম

০১

লিচেনেস্টেইন 

ভাদুজ

সুইচ ফ্রাঁ

০২

মলদোভা

চিসিনিউ

লিউ

০৩

স্পেন

মাদ্রিদ

ইউরো

০৪

সান মেরিনো

সান মেরিনো

ইতালীয় লিরা

০৫

লিথুনিয়া 

ভিনিয়াস

লিটাস

০৬

জর্জিয়া 

তিবলিস

লারি

০৭

লাটভিয়া 

রিগা 

লার্টস

০৮

আর্মেনিয়া 

ইয়েরেভান

ড্রাম

০৯

এস্তেনিয়া 

তাল্লিন

ক্রোন

১০

ইউক্রেন

কিয়েভ

রিভনা

১১

ইতালি 

রোম

ইউরো

১২

বেলারুশ

মিনস্ক

রুবল

১৩

ভ্যাটিক্যান সিটি

ভ্যাটিক্যান সিটি

ইউরো

১৪

সুইজারল্যান্ড

বার্ন

ফ্রাঁ

১৫

মোনাকো

মোনাকো

মোনাকো ফ্রাঁ

১৬

পর্তুগাল 

লিসবন 

ইউরো

১৭

লুক্সেমবার্গ 

লুক্সেমবার্গ 

ইউরো 

১৮

মালটা 

ভালেটা

লিরা

১৯

আয়ারল্যান্ড 

ডাবলিন 

ইউরো 

২০

নেদারল্যান্ড 

আমস্টারডাম 

ইউরো 

২১

আইসল্যান্ড 

রিকজাভিক

ক্রোনা

২২

সাইপ্রাস

নিকোশিয়া 

ইউরো 

২৩

গ্রিস 

এথেন্স

ইউরো

২৪

ফিনল্যান্ড

হেলসিংকি

ইউরো

২৫

এনডোরা 

এনডোরা লা ভিলা

ইউরো 

২৬

বেলজিয়াম

ব্রাসেলস

ইউরো 

২৭

রাশিয়া 

মস্কো

রুবল

২৮

অষ্ট্রিয়া 

ভিয়েনা

ইউরো 

২৯

ইংল্যান্ড

লন্ডন 

পাউন্ড

৩০

ডেনমার্ক 

কোপেন হেগেন

ডেনিশ ক্রোনা

৩১

নরওয়ে 

অসলো 

নরজিয়ান ক্রোনা

৩২

সুইডেন 

স্টকহোম

ক্রোনা

৩৩

ফ্রান্স

প্যারিস

ইউরো 

৩৪

কসোভো

ক্রিস্টিনা

ইউরো

৩৫

সার্বিয়া 

বেলগ্রেড

নিউ দিনার 

৩৬

মেসিডোনিয়া 

স্কোপজে

দিনার

৩৭

মন্টিনিগ্রো

পোডগেরিকো

ইউরো

৩৮

বসনিয়া ও হার্জেগোভিনা

সারায়েবো

নিউ দিনার

৩৯

চেক প্রজাতন্ত্র 

প্রাগ

চেক করুনা

৪০

আলবেনিয়া 

তিরানা 

লেক

৪১

স্লোভেনিয়া 

লুবজানা 

তোলার 

৪২

ক্রোয়েশিয়া 

জাগোরেব

কুনা

৪৩

বুলগেরিয়া 

সোফিয়া 

লেভ

৪৪

স্লোভাকিয়া 

ব্লাটিস্লাভা

ইউরো 

৪৫

রুমানিয়া 

বুখারেস্ট 

লিউ 

৪৬

পোল্যান্ড

ওয়ারশ

জোলটি 

৪৭

হাঙ্গেরী 

বুদাপেষ্ট 

ফোরিন্ট 

৪৮

জার্মানি 

বার্লিন 

ইউরো 

৪৯

আজারবাইজান

বাকু

মানাত

৫০

কাজাখস্তান

আস্তানা

কাজাখস্তানি তেঙ্গে

ইউরোপের গরিব দেশ কোন গুলো?

অধিকাংশ সময় আমরা শুধমাত্র ইউরোপের ধনী দেশ নাম গুলো মনে রাখি। কিন্তুু বিভিন্ন প্রয়োজনে আমাদের ইউরোপের গরিব দেশের নাম জানার দরকা হয়। 

আর সেই দরকারের সময় আপনি যেন ইউরোপের গরিব দেশের নাম জানতে পারেন। সে কারণে এবার আমি আপনাকে একটি তালিকা প্রদান করবো। যে তালিকায় আপনি ইউরোপের সকল গরিব দেশ গুলোর নাম দেখতে পারবেন। যেমন, 

  1. মেসিডোনিয়া
  2. বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা
  3. আলবেনিয়া
  4. কসোভো
  5. ইউক্রেন
  6. মলদোভা
  7. বুলগেরিয়া
  8. মন্টিনিগ্রো
  9. বেলারুশ
  10. সার্বিয়া

উপরের তালিকায় আপনি মোট ১০ টি ইউরোপ মহাদেশের দেশের নাম দেখতে পাচ্ছেন। মূলত এই দেশ গুলো বর্তমানে ইউরোপ মহাদেশের গরিব দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। 

আরো পরুনঃ ফিলিপাইন যেতে কত টাকা লাগবে?

ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ কোনটি?

আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে জানতে চায় যে, ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ কোনটি। তো বর্তমান সময়ে ইউরোপ মহাদেশ এর মধ্যে তৃতীয় বৃহত্তম দেশ হলো সুইডেন। যার মোট আয়তন এর পরিমান প্রায় ৪,৫০,২৯৫ বর্গকিলোমিটার। 

আপনার জন্য আমাদের কিছুকথা 

আপনারা যারা ইউরোপের সকল দেশের নাম, রাজধানী ও মুদ্রার নাম জানতে চান। তাদের জন্য আজকের লেখাটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আপনি যদি ইউরোপ মহাদেশ সম্পর্কে আরো কিছু জানতে চান। তাহলে আপনার প্রশ্নটি নিচে কমেন্ট করে জানাবেন। 

আর এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *