জমির খাজনা দেওয়ার নিয়ম (আপডেট)

Ground Rent Rules (Update)  যদি আপনি একজন বাংলাদেশের নাগরিক হয়ে জমি ভোগ দখল করবেন। তখন আপনাকে অবশ্যই সেই জমি ভোগ দখল করার জন্য নির্দিষ্ট পরিমান কর দিতে হবে। আর আগের দিন গুলোতে এই কর দেওয়ার জন্য ভূমি অফিসে যাওয়ার প্রয়োজন হতো। কিন্তুু এখন আপনি অনলাইন থেকেও জমির খাজনা দিতে পারবেন। 

আর যখন আপনি অনলাইন থেকে আপনার খাজনা পরিশোধ করতে চাইবেন। তখন আপনাকে কি কি কাজ করতে হবে, কিভাবে খাজনা পরিশোধ করবেন। সেই বিষয় গুলো আজকে ধাপে ধাপে তুলে ধরার চেষ্টা করবো।

আরো পরুনঃ জমির দাখিলা কাটার নিয়ম  | অনলাইনে দাখিলা কাটার নিয়ম 

জমির খাজনা কি | কেন জমির খাজনা দিতে হয়?

সহজ কথায় বলতে গেলে যখন আপনি বাংলাদেশের বৈধ একজন নাগরিক হয়ে দেশের নির্দিষ্ট পরিমান জমি ভোগ দখল করবেন। তখন আপনাকে সেই ভোগ দখল করার জন্য দেশের সরকার কে ট্যাক্স দিতে হবে। আর এই ট্যাক্স কে আমরা অনেকেই জমির খাজনা বলে থাকি। 

তো আগের সময় গুলোতে আমরা যখন জমির খাজনা পরিশোধ করতাম, তখন আমাদের ভূমি অফিসে গিয়ে কর দিতে হতো। তবে বাংলাদেশ সরকার এই পদ্ধতিকে ডিজিটালাইজেশন করেছে। যার কারণে আপনি এখন অনলাইন থেকে জমির খাজনা পরিশোধ করতে পারবেন। 

আরো পরুনঃ  অনলাইনে হোল্ডিং নাম্বার যাচাই করার উপায়  

কিভাবে অনলাইনে জমির খাজনা দিবেন? 

যেহুতু আপনি অনলাইন থেকে আপনার জমির খাজনা দিবেন। সেহুতু আপনাকে যেসব কাজ করতে হবে, সেগুলো এবার আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিবো। 

০১ – ভূমি উন্নয়ন কর ওয়েবসাইট থেকে একাউন্ট তৈরি করুন

সবার প্রথম ধাপে আপনার একটি একাউন্ট এর দরকার হবে। যে একাউন্ট টি আপনাকে ভূমি উন্নয়ন কর এর মূল ওয়েবসাইট থেকে ক্রিয়েট করতে হবে। 

আরো পরুনঃ খাস জমি কত প্রকার?

আর যখন আপনি সঠিক ভাবে আপনার একাউন্ট তৈরি করবেন। তারপর আপনি উক্ত একাউন্ট এর মধ্যে থেকে অনলাইনে জমির খাজনা দিতে পারবেন। তবে সেজন্য আপনাকে যেসব কাজ করতে হবে সে গুলো নিচে স্টেপ বাই স্টেপ দেখানো হলো যেমন, 

  1. সবার প্রথমে এই লিংকে প্রবেশ করুন। 
  2. বামপাশে থাকা “নাগরিক কর্নার” অপশনে ক্লিক করুন। 
  3. এবার ”নাগরিক নিবন্ধন” অপশনে টিক মার্ক দিন। 
  4. নিচের অপশনে আপনার মোবাইল নাম্বার দিন। 
  5. এরপর আপনার নিজের জাতীয় পরিচয় পত্র এর নাম্বার দিন। 
  6. তার নিচের অপশনে আপনার জন্ম তারিখ দিন। 
  7. সবশেষে “পরবর্তী পদক্ষেপ” বাটনে ক্লিক করুন।

এই কাজ গুলো করার পর আপনি আপনার ভোটার আইডি কার্ডের সমস্ত তথ্য দেখতে পারবেন। তো এবার আপনাকে “পরবর্তী পদক্ষেপ” নামক বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। যে পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তী সময়ে লগ ইন করতে পারবেন।

আরো পরুনঃ জমির দাগ নম্বর ম্যাপ বের করার উপায়

০২ – আপনার খতিয়ান যুক্ত করুন

যদি আপনি অনলাইন থেকে আপনার খাজনা পরিশোধ করতে চান। তাহলে আপনাকে অবশ্যই খতিয়ান যুক্ত করতে হবে। আর এই কাজটি করতে হলে আপনাকে যেসব নিয়ম ফলো করতে হবে। সেই নিয়ম গুলো নিচে শেয়ার করা হলো। যেমন, 

  1. ভূমি উন্নয়ন কর ওয়েবসাইট থেকে আপনার একাউন্টে প্রবেশ করুন। 
  2. তারপর সবার বাম পাশে থাকা “খতিয়ান” বাটনে ক্লিক করুন। 
  3. এরপর আপনাকে বেশ কিছু তথ্য ‍দিতে হবে। যেমন, আপনার বিভাগ, জেলা, থানা, মৌজা, খতিয়ান নাম্বার সঠিক ভাবে প্রদান করতে হবে। 
  4. তারপর আপনাকে “সংরক্ষন করুন” বাটনে ক্লিক করতে হবে। 

তো যদি আপনি উপরে দেখানো নিয়ম গুলো সঠিক ভাবে ফলো করেন। তাহলে আপনি সফল ভাবে আপনার একাউন্ট থেকে খতিয়ান যুক্ত করতে পারবেন। 

আরো পরুনঃ জমির খাজনা দেওয়ার রশিদ বের করার উপায়  

০৩ – জমির খাজনা পরিশোধ করুন

 তারপর আপনাকে পুনরায় আপনার একাউন্ট এর মধ্যে লগ ইন করতে হবে। এরপর আপন সবার বাম পাশে “হোল্ডিং” নামের একটি অপশন দেখতে পারবেন। আপনাকে সেই অপশনে ক্লিক করতে হবে। 

এখন আপনি যে জমির খাজনা পরিশোধ করতে চান সেটি সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনাকে “অনলাইন পেমেন্ট” বাটনে ক্লিক করে পেমেন্ট করার মাধ্যম সিলেক্ট করতে হবে। সবশেষে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। 

আর এই কাজটি যখন আপনি করবেন, তখন আপনি সফলভাবে অনলাইন থেকে আপনার জমির খাজনা পরিশোধ করে দিতে পারবেন। মূলত এভাবেই আপনাকে অনলাইন থেকে জমির খাজনা দিতে হবে। আর তারপর আপনি এই ওয়েবসাইট থেকে আপনার খাজনা রশিদ সংগ্রহ করতে পারবেন।

আপনার জন্য আমাদের কিছুকথা

আপনারা যারা অনলাইন থেকে জমির খাজনা দিতে চান। তাদের আসলে কি কি পদ্ধতি ফলো করে জমির খাজনা দিতে হবে। সেই পদ্ধতি গুলোকে আজকে ধাপে ধাপে দেখানো হয়েছে। তো এরপরও যদি আপনার জমির খাজনা পরিশোধ করতে কোনো সমস্যা হয়। তাহলে আপনার সমস্যাটি নিচে কমেন্ট করবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *