তুরস্কের স্বাধীনতার ইতিহাস

History of Turkish Independence আমরা সকলেই জানি যে, তুরস্ক স্বাধীনতা লাভ করেছে ১৯২৩ সালের অক্টোবর মাসের ২৯ তারিখে। আর এই স্বাধীনতা অর্জনের পেছনে রয়েছে বিরাট একটা ইতিহাস। যে ইতিহাস কে আজকের আর্টিকেলে খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হবে। আর আপনি যদি তুরস্কের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানতে চান। তাহলে নিচের আলোচিত আলোচনায় চোখ রাখুন।

আরো পড়ুনঃ তুরস্ক কাজের বেতন কত? 

তুরস্কের স্বাধীনতার ইতিহাস

যেহুতু আপনি তুরস্কের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানতে চান। সেহুতু সবার আগে আপনাকে তুরস্কের যুদ্ধের সূচনার সময়কাল থেকে তুরস্কের বিজয় এর সময়কাল পর্যন্ত ঘটে যাওয়ার ঘটনা গুলো সম্পর্কে জানতে হবে। আর আপনি যেন খুব সহজ ভাবে সেই ঘটনা গুলো সম্পর্কে জানতে পারেন। 

আরো পড়ুনঃ তুরস্ক কিসের জন্য বিখ্যাত?

সে কারণে এবার আমি আপনাকে একটি তালিকা প্রদান করবো। যে তালিকায় আপনি তুরস্কের সকল ঘটনা গুলো জানতে পারবেন। যেমন, 

  1. 1918 Jan 1 (প্রস্তাবনা),
  2. 1918 Oct 30 – 1922 Nov 1 (অটোমান সাম্রাজ্যের বিভাজন),
  3. 1918 Nov 12 – 1923 Oct 4 (ইস্তাম্বুল দখল),
  4. 1918 Nov 17 (সিলিসিয়া ক্যাম্পেইন),
  5. 1918 Dec 7 – 1921 Oct 20 (ফ্রাঙ্কো-তুর্কি যুদ্ধ),
  6. 1919 Apr 30 (মোস্তফা কামাল),
  7. 1919 May 15 – 1922 Oct 11 (গ্রেকো-তুর্কি যুদ্ধ),
  8. 1919 May 15 (স্মির্নায় গ্রীক অবতরণ),
  9. 1919 May 19 (সংগঠিত প্রতিরোধ),
  10. 1919 June 22 – 1923 Oct 29 (তুর্কি জাতীয় আন্দোলন),
  11. 1919 June 22 (অমাস্যা সার্কুলার),
  12. 1919 Jun 27 – Jul 4 (আয়দিনের যুদ্ধ),
  13. 1919 July 23 – 1922 Aug 4 (এরজুরাম কংগ্রেস),
  14. 1919 Sep 4 – Sep 11 (শিবাস কংগ্রেস),
  15. 1919 Dec 1 (আনাতোলিয়ান সংকট),
  16. 1920 Jan 1 – 1922 (বলশেভিক সমর্থন),
  17. 1920 Jan 21 – Feb 12 (মারাশের যুদ্ধ),
  18. 1920 Feb 9 – Apr 11 (উরফার যুদ্ধ),
  19. 1920 Mar 1 (তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি),
  20. 1920 Apr 1 – 1921 Feb 8 (আইনতাব অবরোধ),
  21. 1920 Apr 18 (কুওয়া-ই ইনজিবাতিয়ে),
  22. 1920 Jun 1 – Sep (গ্রীক গ্রীষ্মকালীন আক্রমণাত্মক),
  23. 1920 Aug 10 (Sèvres চুক্তি),
  24. 1920 Sep 24 – Dec 2 (তুর্কি-আর্মেনিয়ান যুদ্ধ),
  25. 1921 Jan 6 – Jan 11 (ইনোনের প্রথম যুদ্ধ),
  26. 1921 Mar 23 – Apr 1 (ইনোনের দ্বিতীয় যুদ্ধ),
  27. 1921 Aug 23 – Sep 13 (সাকারিয়ার যুদ্ধ),
  28. 1921 Oct 20 (আঙ্কারার চুক্তি),
  29. 1922 Sep 1 – Oct (চানক সংকট),
  30. 1922 Oct 11 (মুদান্যার যুদ্ধবিগ্রহ),
  31. 1922 Nov 1 (অটোমান সালতানাতের বিলুপ্তি),
  32. 1923 Jan 30 (গ্রীস এবং তুরস্কের মধ্যে জনসংখ্যা বিনিময়),
  33. 1923 July 24 (লুসানের চুক্তি),
  34. 1923 Oct 29 (তুরস্ক প্রজাতন্ত্র),

উপরের তালিকায় তুরস্কের স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন সময়ে ঘটে যাওয়ার ঘটনা গুলো তুলে ধরা হয়েছে। তো এই ঘটনা গুলো জানার পাশপাশি আমাদের তুরস্কের স্বাধীনতা ইতিহাস সম্পর্কে জানতে হবে। যা নিচের আলোচনায় তুলে ধরা হলো। 

আরো পড়ুনঃ তুরস্ক কাজের ভিসা ২০২৪

সংক্ষিপ্ত আকারে তুরস্কের স্বাধীনতার ইতিহাস

তুর্কি ১৯১৯ থেকে ১৯২৩ পর্যন্ত জাতীয়তাবাদী এবং মিত্রশক্তির শক্তির মধ্যে সংঘঠিত হয়েছিলো। আর সেই সময় বিভিন্ন দেশ একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত ছিলো। যেমন,  পশ্চিমে গ্রীকদের সাথে, পূর্বে আর্মেনিয়ার সাথে, দক্ষিণে ফরাসিদের সাথে এবং ব্রিটেন ও ইটালির সাথে কনস্টান্টিনোপলের। আর প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে উসমানীয় সম্রাজ্যকে পুরোপুরি ভাবে বিভক্ত করা হয়েছিলো। 

আরো পড়ুনঃ তুরস্ক যেতে কত টাকা লাগে?

তবে তুর্কি আন্দোলন এর উৎপত্তি লাভ হয়েছিলো গ্র্যান্ড ন্যাশনাল এসেম্বলি গঠন হওয়ার পর। এর পরবর্তী সময় যখন  তুর্কি-আর্মেনীয়, ফরাসি-তুর্কি, গ্রীক-তুর্কি যুদ্ধ শেষ হয়েছিলো। তারপর ১৯২৩ সালের জুলাই মাসে লুসানের চুক্তি স্বাক্ষরিত চুক্তি স্বাক্ষরিত করা হয়েছিলো। 

এরপরে  মিত্রশক্তি আনাতোলিয়া ও পূর্ব থ্রেস ত্যাগ করে। আর গ্র্যান্ড ন্যাশনাল এসেম্বলি তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। যার ফলাফল হিসেবে ১৯২৩ সালের ২৯ অক্টোবর এই প্রজাতন্ত্র ঘোষিত হয়। সবশেষে সাম্রাজ্যের স্থলে নতুন জাতিরাষ্ট্র হিসেবে “তুরস্ক” প্রতিষ্ঠিত হয়। [Source: wikipedia]

আমাদের জন্য আপনার কিছুকথা

তুরস্কের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে যেন আপনি সহজ ভাবে জানতে পারেন। মূলত সে কারণেই আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে। তো আপনি যদি তুরস্কের স্বাধীনতার ইতিহাস এর সকল ঘটনা বিস্তারিত ভাবে জানতে চান। তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। 

 

আর এতক্ষন ধরে আমার লেখাটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *