জমি বন্টন ক্যালকুলেটর | অ্যাপস ও ওয়েবসাইট

Land Allocation Calculator | Apps and websites আপনি কি জমি বন্টন ক্যালকুলেটর এর খোজ করছেন? -তাহলে আপনি সঠিক লিংক এর মধ্যে ক্লিক করেছেন। কারণ, আজকে আমি আপনাকে অনলাইন জমি বন্টন ক্যালকুলেটর অ্যাপস ও ওয়েবসাইট এর লিংক শেয়ার করবো। যেগুলোর মাধ্যমে আপনি মাত্র একটি ক্লিক করার মাধ্যমে জমি বন্টন এর হিসেব করতে পারবেন। 

তবে আজকের শেয়ার করা জমি বন্টন ক্যালকুলেটর কিভাবে সংগ্রহ করবেন আর কিভাবে ব্যবহার করবেন। সেই বিষয় গুলো নিয়ে আজকের আর্টিকলে বিস্তারিত তথ্য শেয়ার করা হবে। তাই আর দেরী না করে চলুন সরাসরি মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। 

আরো পরুনঃ 1 কাঠা = কত শতক জমি?

আপনি কেন জমি বন্টন ক্যালকুলেটর ব্যবহার করবেন?

দেখুন, আপনি যখন অনেক গুলো উত্তরাধীকারীর মধ্যে নির্দিষ্ট সংখ্যক জমি বন্টন করবেন। তখন আপনাকে জমি বন্টন করার হিসেব করতে অনেক সময় ব্যয় হবে। এছাড়াও আপনার বন্টন এর মধ্যে কোনো ধরনের ভুল আছে কিনা সেটি নিয়েও একটা সন্দেহ থাকবে। 

কিন্তু যদি আপনি আজকের শেয়ার করা ক্যালকুলেটর গুলো ব্যবহার করেন। তাহলে আপনার এই কঠিন কাজটি একবারে সহজ করে দিবে। কেননা, এই ক্যালকুলেটর এর মধ্যে আপনি প্রয়োজনীয় তথ্য গুলো প্রদান করবেন। তারপর আপনি এক ক্লিকেই বন্টন করার হিসেব বের করতে পারবেন। 

আরো পরুনঃ জমির খাজনা দেওয়ার রশিদ বের করার উপায়    

অনলাইন ওয়েবসাইট থেকে জমি বন্টন ক্যালকুলেটর 

সবার প্রথমে আমি আপনার সাথে এমন একটি ওয়েবসাইট শেয়ার করবো। যার মাধ্যমে আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়াই জমি বন্টন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। আর সেই ওয়েবসাইট এর লিংক নিচে শেয়ার করা হলো। যেমন, 

যখন আপনি এই লিংকের মধ্যে ক্লিক করবেন। তখন আপনি নিচের পিকচারের মতো একটি পেজে প্রবেশ করবেন। তো এই পেজে আপনাকে জমি বন্টন করার যাবতীয় তথ্য গুলো সঠিক ভাবে প্রদান করতে হবে।

Open photo

যেমন, সবার শুরুতে আপনাকে জমির উত্তরাধিকারী আত্মীয় স্বজনের তালিকা সিলেক্ট করতে হবে। আর যখন আপনি এই কাজটি করবেন তারপর আপনার মোট সম্পদের পরিমান উল্লেখ করে দিতে হবে। তো যখন আপনি এই প্রয়োজনীয় তথ্য গুলো প্রদান করবেন। তারপর আপনাকে “ফলাফল” এর মধ্যে ক্লিক করতে হবে।

আরো পরুনঃ জমির পরিমাপ শতাংশ | জমির পরিমাপক 

অনলাইন অ্যাপ থেকে জমি বন্টন ক্যালকুলেটর

যদি কোনো কারণে উপরে শেয়ার করা ওয়েবসাইট টি ব্যবহার করতে সমস্যা হয়। তাহলে মোবাইল অ্যাপ থেকেও উক্ত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। আর সেজন্য আপনার মোবাইলে নিচের অ্যাপ টি ইনস্টল করে নিতে হবে। 

তো যখন আপনি এই লিংক থেকে ক্যালকুলেটর অ্যাপটি ডাউনলোড করবেন। তারপর আপনাকে সেই অ্যাপ এর মধ্যে প্রবেশ করতে হবে। আর একই পদ্ধতি অনুসরন করে আপনাকে আত্মীয় স্বজন সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনার মোট জমির পরিমান উল্লেখ করে দিতে হবে। সবশেষে আপনি জমি বন্টন এর ফলাফল দেখতে পারবেন। 

জমি বন্টন সম্পর্কিত প্রয়োজনীয় ভূমি আইন জেনে নিন

এতক্ষনের আলোচনা থেকে আমরা জমি বন্টন ক্যালকুলেটর সম্পর্কে জানলাম। তো এবার আমি কিছু ভূমি আইন শেয়ার করবো। কেননা, এই আইন গুলো সম্পর্কে আপনার জেনে নেওয়াটা জরুরী। আর সে গুলো হলো, 

  1. পুত্রের কন্যা ২/৩ ভাগ পাবেঃ যদি দুই বা ততধিক পুত্রের কন্যা থাকে এবং পুত্র ও পুত্রের পুত্র এবং এবং একের অধিক কন্যা না থাকে।
  2. পিতা ১/৬ অবশিষ্ট অংশ ভোগী হিসেবে পাবেঃ যখন এক বা একরে অধিক কন্যা, পুত্রের কন্যা এবং পুত্রের পুত্র না থাকে।
  3. পূর্ণ বোন ১/২ অংশ পাবেনঃ যখন একজন মাত্র বোন থাকে এবং যদি কোন সন্তান, পুত্রের সন্তান, পিতা অথবা ভাই না থাকে।
  4. মাতা ১/৬ অংশ পাবেঃ যখন পুত্র ও পুত্রের পুত্র এবং দুই বা ততধিক ভাই বোন এবং পিতা থাকে।
  5. মাতা ১/৩ অংশ পাবেঃ যখন পুত্র অথবা পুত্রের পুত্র এবং একের অধিক ভাই বোন না থাকে।
  6. মা ১/৩ অংশ পাবেঃ যখন স্ত্রী, স্বামী এবং বাবা থাকে। 
  7. দাদা ১/৬ অংশ পাবেঃ যখন সন্তান এবং পুত্রের সন্তান থাকে এবং পিতা বা নিকটতম পিতামহ না থাকে।
  8. পুত্রের কন্যা অবশিষ্ট ভোগী হিসেবে পাবেঃ পুত্রের পুত্র না থাকলে সমান অংশ কা আইন অনুযায়ী।
  9. দাদা অবশিষ্ট অংশ ভোগী হিসেবে পাবেঃ ১/৬ অংশ পাবেন যখন কন্যা অথবা পুত্রের কন্যা থাকে।
  10. দাদা অবশিষ্ট অংশ ভোগী হিসেবে পাবেঃ যদি দূরবর্তী কোন অংশিদার বা অবশিষ্ট অংশ ভোগী না থাকে।
  11. দাদী ১/৬ অংশ পাবেঃ যদি কোন মাতা বা মায়ের দাদী না থাকে।
  12. পিতা ১/৬ অংশ পাবেঃ পুত্র বা পুত্রের পুত্র থাকে।
  13. পিতা অবশিষ্ট অংশ ভোগী হিসেবে পাবেঃ যখন পুত্র বা পুত্রের পুত্র থাকে।

 

উপরের তালিকায় বেশ কিছু প্রয়োজনীয় ভূমি আইন শেয়ার করা হয়েছে। আশা করি, এই তালিকায় শেয়ার করা আইন গুলো আপনার অনেক কাজে লাগবে। 

আপনার জন্য আমাদের কিছুকথা

আজকের আর্টিকেলে আমি আপনার সাথে জমি বন্টন করার ক্যালকুলেটর শেয়ার করেছি। তো যদি আপনার উক্ত ক্যালকুলেটর ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা হয়। তাহলে নিচের আপনার সমস্যাটি কমেন্ট করবেন। 

আর জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের আপডেট তথ্য জানতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *