ভূমি উন্নয়ন কর পরিশোধ রশিদ ফরম অনলাইন

Land Development Tax Payment Receipt Form Online বাংলাদেশের সকল নাগরিকদের ভূমি উন্নয়ন কর দিতে হয়। আর সে কারণে আমাদের ভূমি উন্নয়ন কর পরিশোধ রশিদ ফরম এর প্রয়োজন পড়ে। তাই আজকে আমি আপনাকে ভূমি উন্নয়ন কর পরিশোধ রশিদ ডাউনলোড করার উপায় গুলো সম্পর্কে বলবো। 

NOTE: ভূমি উন্নয়ন কর দেওয়ার নিয়ম গুলো পিডিএফ ফাইলে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

আরো পরুনঃ খাস জমি কত প্রকার?

ভূমি উন্নয়ন কর পরিশোধ রশিদ ফরম অনলাইন

বর্তমান সময়ে আপনি নিজের ঘরে বসে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। তবে অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়ার আগে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে। তাই সবার শুরুতে আমি সে নিয়ম গুলো সম্পর্কে বিস্তারিত বলবো।

আরো পরুনঃজমি মাপার পদ্ধতি pdf

www.land.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন

যেহুতু আপনি অনলাইন থেকে ভূমি উন্নয়ন কর দিবেন। সেহুতু আপনাকে উপরের এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর আপনাকে যে কাজ গুলো করতে হবে, সেগুলো নিচের তালিকায় শেয়ার করা হলো। যেমন, 

 

  1. এবার আপনাকে সবার উপরে থাকা “নাগরিক কর্ণার” এর মধ্যে ক্লিক করতে হবে। 
  2. তারপর “ভূমি উন্নয়ন কর” নামক বাটনে ক্লিক করুন। 
  3. তারপর আপনার প্রয়োজনীয় তথ্য দিন যেমন, বিভাগ, থানা, জেলা, উপজেলা, মৌজা সিলেক্ট করুন। 
  4. এবার আপনাকে অনুসন্ধান করুন বাটনে ক্লিক করতে হবে। 
  5. এরপর আপনি আপনার জমির ভূমি উন্নয়ন কর এর তথ্য গুলো দেখতে পারবেন। 

 

যখন আপনি আপনার ভূমি উন্নয়ন কর এর বিস্তারিত দেখতে পারবেন। তখন আপনাকে সেই কর পরিশোধ করতে হবে। আর আপনি চাইলে অনলাইন থেকে ডিজিটাল পেমেন্ট দিয়ে কর পরিশোধ করতে পারবেন। 

আরো পরুনঃ জমির দাগ নম্বর ম্যাপ বের করার উপায়

Bkash থেকে ভূমি উন্নয়ন কর দেওয়ার নিয়ম

যদি আপনার একটি বিকাশ একাউন্ট থাকে। তাহলে আপনি নিজের মোবাইল থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। আর সেজন্য আপনাকে যে নিয়ম গুলো ফলো করতে হবে সেগুলো নিচে দেখানো হলো। 

  1. অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য “Pay With Bkash” এর মধ্যে ক্লিক করুন।
  2. তারপর আপনাকে আপনার “Bkash” নাম্বারটি দিতে হবে। 
  3. এবার আপনার সেই নাম্বারে একটি OTP Code নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। 

আর যখন আপনি Confirm বাটনে ক্লিক করবেন। তারপর আপনার পেমেন্ট এর কাজ শেষ হবে। আর বিকাশে পেমেন্ট করলেও আপনি ভূমি উন্নয়ন কর জমা দেওয়ার রশিদ সংগ্রহ করতে পারবেন। 

আরো পরুনঃ জমির খাজনা দেওয়ার রশিদ বের করার উপায়  

বিকাশে ভূমি উন্নয়ন কর দিয়ে রশিদ সংগ্রহ

যখন আপনার বিকাশ পেমেন্ট সম্পন্ন হবে তখন আপনাকে ব্রাউজারের নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে। আর সেখানে আপনি “অনলাইন দাখিলা” দেখতে পারবেন। তো এবার আপনাকে অনলাইন দাখিলা টি ডাউনলোড অথবা প্রিন্ট করতে হবে। আর প্রিন্ট করার পর আপনাকে সেটি সংরক্ষন করে রাখতে হবে।

আরো পরুনঃ খতিয়ান থেকে জমির পরিমাণ বের করার নিয়ম 

কার্ড দিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার উপায়

আপনার নিকট যদি নেক্সাস কার্ড/মাষ্টার কার্ড/ভিসা কার্ড থাকে। তাহলে আপনি সেই কার্ড গুলোর মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। আর আপনি আসলে যেসব কার্ড দিয়ে কর দিতে চান সেটি সিলেক্ট করে দিতে হবে। তারপর উক্ত কার্ডের সকল তথ্য গুলো দিতে হবে। 

যেমন, আপনাকের নাম, কার্ড নাম্বার, কার্ডের মধ্যে থাকা মেয়াদ উত্তীর্নের তারিখ ও সিকিউরিটি কোড। 

তারপর আপনার নিকট যে ওয়ান টাইম পাসওয়ার্ড থাকবে সেটি সঠিক ভাবে দিতে হবে। আর আপনি যখন কার্ড দিয়ে পেমেন্ট করবেন। তখন আপনার সামনে অনলাইন দাখিলা চলে আসবে। সেটি আপনি ডাউনলোড করে প্রিন্ট করবেন। 

আরো পরুনঃ 1 কাঠা = কত শতক জমি? 

নোটঃ এই পদ্ধতির মাধ্যমে যেকোনো ধরনের কার্ড দিয়ে কর পরিশোধ করা যাবে। আর আপনার প্রয়োজনীয় কর পরিশোধ করার রসিদ সংগ্রহ করা যাবে।

আরো পরুনঃ জমি বন্টন ক্যালকুলেটর | অ্যাপস ও ওয়েবসাইট 

আপনার জন্য আমাদের কিছুকথা

আমাদের বাংলাদেশে ভূমি সংক্রান্ত বিষয় গুলো ডিজিটালাইজেশন করা হয়েছে। যার কারণে এখন ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য অন্য কোথাও যেতে হয়না। আর কিভাবে আপনি নিজের ঘরে বসে অনলাইনে কর পরিশোধ করতে পারবেন। আজকের আর্টিকেলে সেই বিষয় গুলো ধাপে ধাপে দেখিয়ে দেওয়া হয়েছে। 

তো এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *