দক্ষিণ সুদান ধর্ম সম্পর্কে জানুন 

Learn about South Sudan Religion আপনারা অনেকেই দক্ষিন সুদানের ধর্ম সম্পর্কে জানতে চান। তো বর্তমান সময়ে দক্ষিন সুদানের মোট জনসংখ্যার পরিমান হলো প্রায় ১২,৭৭৮,২৫০ জন। আর দক্ষিন সুদানের মোট জনসংখ্যার অধিকাংশ মানুষ খ্রিষ্টান ধর্মের অনুসারী। তবে খ্রিস্টান ধর্মের অনুসারী বাদেও দক্ষিন সুদানে সনাতন, ইসলাম সহো আরো অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে। 

তো বর্তমান সময়ে এই দেশের মধ্যে কোন ধর্মের কত শতাংশ মানুষ বসবাস করে। সেটি সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্যই আজকে দক্ষিন সুদান ধর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করবো। 

আরো পড়ুনঃ সুদানের টাকার নাম কি?

দক্ষিন সুদান ধর্ম  

আমরা সবাই জানি যে, দক্ষিন সুদানের মোট আয়তন হলো, ৬,৪৪,৩২৯ বর্গ কিমি। আর ২০১৯ সালের সর্বশেষ আদমশুমারী অনুযায়ী দক্ষিন সুদানের মোট জনসংখ্যার পরিমান হলো প্রায়,  ১২,৭৭৮,২৫০ জন। তো দক্ষিন সুদানের মোট জনসংখ্যার প্রায় ৬০.৫% মানুষ খ্রিস্টান ধর্ম পালন করে। তবে খ্রিষ্টান ধর্ম ছাড়াও এই দেশের মধ্যে অন্যান্য ধর্মের অনুসারীও আছে। 

যেমন, দক্ষিন সুদানে সনাতন ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় ৩২.২% আর ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় ৬.২%. তবে দক্ষিন সুদানে এই ধর্ম গুলো ছাড়াও আরো ০.৪% মানুষ আছেন, যারা অন্যান্য ধর্ম পালন করেন। 

আরো পড়ুনঃ দক্ষিণ সুদানের আয়তন কত?

দক্ষিণ সুদান জাতিসংঘের কত তম সদস্য?

উপরের আলোচনা থেকে আমরা দক্ষিন সুদান ধর্ম সম্পর্কে জানলাম। তো এই বিষয়টি জানার পাশাপাশি দক্ষিন সুদানের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। সেটি হলো, দক্ষিন সুদান হলো জাতিসংঘে যোগদানকারী সর্বশেষ একটি দেশ। যারা মূলত ২০১১ সালের জুলাই মাসের ১৪ তারিখ জাতিসংঘে যোগদান করেছিলো। 

দক্ষিণ সুদানের স্বাধীনতা আন্দোলনের নেতার নাম কী?

বিভিন্ন সময় আমাদের দক্ষিন সুদানের স্বাধীনতা আন্দোলনের নেতার নাম জানার দরকার হয়। তো দক্ষিন সুদানের স্বাধীনতা আন্দোলনের নেতার নাম হলো, জোসেফ লাগু। মূলত তিনি ছিলেন, প্রাক্তন সেনাবাহীনির একজন লেফটেন্যান্ট। 

মূলত তিনি ১৯৭১ সালের সময় সবগুলো গেরিলা দলকে একত্রিত করেছিলেন। যার মাধ্যমে তিনি এমন একটি উদাহরন তৈরি করেছিলেন যা সত্যি অবাক করে দেওয়ার মতো। কেননা, তিনি এমন একজন ব্যক্তি যিনি সর্বপ্রথম বিছিন্ন গোষ্ঠীকে একত্র করে সুসংগঠিত দল তৈরি করেছিলেন। আর জোসেফ লাগুর মূল উদ্দেশ্যে ছিলো দক্ষিন সুদান কে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। 

আরো পড়ুনঃ সুদানের বর্তমান অবস্থা

সুদান ও দক্ষিণ সুদান কি এক?

আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে সুদান ও দক্ষিন সুদান কে একই মনে করেন। তো যারা আসলে এমনটা মনে করেন, তাদের ধারনা সম্পূর্ণ ভুল। কেননা, এই দুটি হলো আলাদা আলাদা দুটি রাষ্ট্র। আর এই দুটো রাষ্ট্রের ভৌগলিক দিক থেকে যথেষ্ট পার্থক্য আছে। 

কারণ, সুদান আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি দেশ। অপরদিকে দক্ষিন সুদান এর অবস্থান হলো আফ্রিকার পূর্বাঞ্চলে। এছাড়াও সুদান একটি আরব দেশ হলেও দক্ষিন সুদান হলো আফ্রিকার একটি দেশ। আর আপনি যদি এই দুটি দেশের মধ্যে ধর্মের পার্থক্য লক্ষ্য করেন। তাহলে আপনি একই বিষয় দেখতে পারবেন। 

কেননা, সুদানের প্রধান ধর্ম হলো ইসলাম। কিন্তুু আপনি যদি দক্ষিন সুদানের ধর্মের পরিসংখ্যান দেখেন। তাহলে লক্ষ্য করতে পারবেন যে, দক্ষিন সুদানের অধিকাংশ মানুষ খ্রিষ্টান ধর্ম পালন করে। আর জেনে রাখা ভালো যে, সুদান একটি স্বৈরশাসিত দেশ হলেও দক্ষিন সুদান হলো একটি গনতান্ত্রিক দেশ। 

আপনার জন্য আমাদের কিছুকথা

আপনারা যারা দক্ষিন সুদান ধর্ম সম্পর্কে জানতে চেয়েছেন। আজকের আলোচনাতে তাদের দক্ষিন সুদান ধর্ম সম্পর্কে পরিস্কার ধারনা দেওয়া হয়েছে। এছাড়াও দক্ষিন সুদান সম্পর্কে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে। যেগুলো আপনার জেনে নেওয়াটা অত্যন্ত জরুরী। 

তো আপনি যদি এমন অজানা বিষয় গুলো সহজ ভাষায় জানতে চান। তাহলে job circular 1 ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ, এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *