জমির পরিমাপ শতাংশ | জমির পরিমাপক

Measured percentage of  Land surveyor বর্তমান সময়ে জমি হলো আমাদের সবার জন্য অন্যতম একটি সম্পদ। আর সে কারণে বিভিন্ন সময় আমাদের জমি জমার হিসেব জানার দরকার হয়। তো বাস্তবিক জীবনে আমরা যেমন কোনো কিছু কেজি, লিটার ইত্যাদির মাধ্যমে পরিমাপ করি। 

ঠিক তেমনি ভাবে আমাদের জমি জমার হিসেব করার জন্য বিভিন্ন ধরনের পরিমাপক ব্যবহার করা হয়।  আর আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমি আপনাকে জমির পরিমাপ শতাংশ সম্পর্কে বিস্তারিত বলবো। 

আরো পরুনঃ 1 কাঠা = কত শতক জমি?

জমির পরিমাপ শতাংশ বের করার নিয়ম

যখন আপনি জমি পরিমাপ করার সময় শতাংশ এর হিসেব বের করবেন। তখন আপনাকে বেশ কিছু সূত্রের প্রয়োগ করতে হবে। আর আপনার সুবিধার জন্য এবার আমি জমির পরিমাপ শতাংশ বের করার সূত্রটি শেয়ার করবো। যাতে করে আপনি যেকোনো সময় যেকোনো জমির শতাংশের হিসেব বের করতে পারেন।

জমির পরিমাপ শতাংশ বের করার সূত্রঃ যদি আপনি নির্দিষ্ট কোনো জমির শতাংশ হিসেবে পরিমাপ করতে চান। তাহলে আপনাকে নিচে দেখানো সূত্রের প্রয়োগ করতে হবে। যেমন, 

  1. সবার প্রথমে আপনাকে জমি খণ্ডের দৈর্ঘ্য ও প্রস্ত কত ফুট তা বের করতে হবে। 
  2. যদি সেই জমির চার দিকের মাপ সমান না হয়, তাহলে দৈর্ঘ্য ও প্রস্তের গড় বের করুন। 
  3. এরপর দৈর্ঘের সাথে প্রস্তের গুনফল কে ৪৩৫.৬ দ্বারা ভাগ করুন। 
  4. আর উক্ত ভাগফল থেকে যা বের হবে, সেটাই জমির পরিমাণ (শতাংশ)।

তো কখনও যদি আপনার কোনো জমির পরিমাপ শতাংশে বের করার দরকার হয়। তাহলে আপনাকে উপরে দেখানো সূত্রটি ফলো করতে হবে। তাহলে আপনার জমির পরিমাপ শতাংশে বের করতে কোনো ধরনের সমস্যা হবেনা। 

আরো পরুনঃ জমির খাজনা দেওয়ার রশিদ বের করার উপায়   

জমির ক্ষেত্রফল কিভাবে বের করা হয়?

যখন আপনি নির্দিষ্ট কোনো জমির পরিমাপ করতে যাবেন। তখন আপনাকে সেই জমির ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা অনেকেই বুঝতে পারিনা যে, কিভাবে জমির ক্ষেত্রফল বের করা হয়। আর আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন, তাহলে শুনুন……

সবসময় একটা বিষয় মনে রাখবেন। সেটি হলো, এক খণ্ড জমির ক্ষেত্রফল যে কোনো এককে গণনা করা যাবে। সেক্ষেত্রে আপনাকে কোনো জমির দৈর্ঘ্য ও প্রস্থের পরিমাপ করতে হবে। তারপর উক্ত ফলাফল কে গুন করতে হবে। আর জমির দৈর্ঘ্য ও প্রস্থের গুণফল থেকে যা আসবে, মূলত সেটিই হলো উক্ত জমির ক্ষেত্রফল।

এক একর সমান কত বর্গ মিটার?

আমরা সকলেই জানি যে, প্রতি ৩ বিঘা সমান এক একর জমি হয়। কিন্তুু এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে, এক একর সমান কত বর্গ মিটার, তাহলে আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন? -থাক, আপনাকে উত্তর দিতে হবেনা। বরং আপনি জেনে রাখুন যে, প্রতি ১ একর = ৪০৪৬.৮৬ বর্গমিটার।

১ প্লট জমি কি?

সবশেষে আমি আপনাকে নতুন একটি বিষয় সম্পর্কে বলবো। আর সেটি হলো, জমির প্লট কাকে বলে। তো জমির প্লট বলতে সাধারনত জমির একটি অংশ যা একই মালিকানার বলে ধরে নেওয়া হয় ।

জমির প্লটের মাপ যে কোনো এককে প্রকাশ করা হয়। যেটি মূলত নির্দিষ্ট কোনো এলাকা পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। এটি বর্গ মিটার, একর বা হেক্টর যেকোনো একটি হতে পারে।

আপনার জন্য আমাদের কিছুকথা

প্রিয় পাঠক, আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের আর্টিকেল পাবলিশ করি। আর সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাকে জমির পরিমাপ শতাংশ বের করার নিয়ম গুলো সম্পর্কে বলেছি। তো আশা করি, আজকের এই আর্টিকেল থেকে আপনি অনেক অজানা বিষয় জানতে পেরেছেন। 

আর যদি আপনি এমন ধরনের অজানা বিষয় গুলো সহজ ভাষায় জানতে চান। তাহলে আমাদের ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *