সার্বিয়া মুসলিম জনসংখ্যা | সার্বিয়া জনসংখ্যা

Muslim  of Serbia Population of Serbia বর্তমান সময়ে সার্বিয়ার অধিকাংশ মানুষের প্রধান ধর্মের নাম হলো খ্রিষ্টান ধর্ম। তবে এই দেশের মধ্যে অনেক মুসলিম বসবাস করে। কারণ, বর্তমান সময়ের তথ্য অনুযায়ী, সার্বিয়াতে মোট ৫ লাখের মতো মানুষ ইসলাম ধর্ম পালন করে। 

আরো পরুনঃ সার্বিয়া ধর্ম  | সার্বিয়া ধর্ম কি?

সার্বিয়াতে ইসলাম ধর্মের ইতিহাস

সত্যি বলতে সার্বিয়াতে ইসলাম ধর্মের দীর্ঘ ইতিহাস আছে। তবে যদি আমি সেই বিষয় গুলো ছোট্ট করে বলার চেষ্টা করি। তাহলে বলবো যে, ১৫শ শতাব্দীর সময়ে অটোমান সম্রাজ্যের অধিকাংশ অংশ গুলো মুসলিমরা শাসন করতো। যার ফলে উক্ত সময়ে প্রচুর পরিমান সার্বিয়ান জনগন ইসলাম ধর্ম গ্রহন করেছিলো। 

কিন্তু সমস্যা হলো যখন ১৯শ শতাব্দী চলছিলো, তখন সার্বিয়া একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায়। আর সেই সময়ে সার্বিয়াতে থাকা অনেক মুসলমান দেশ ত্যাগ করেছিলেন। তবে সবাই যে সার্বিয়া ত্যাগ করেছেন বিষয়টা এমন নয়। 

বরং সেই সময়ে অনেক মুসলমান সেখানে থেকে গেছিলেন। যার কিছু অংশ আমরা এখনও সার্বিয়াতে দেখতে পাই। কেননা, বর্তমান সময়ে সার্বিয়াতে মোট ৫ লাখ মুসলিম জনসংখ্যা আছে। 

আরো পরুনঃ দক্ষিণ সুদান ধর্ম সম্পর্কে জানুন 

সার্বিয়ার মুসলিমদের বৈশিষ্ট্য কি?

বর্তমান সময়ে সার্বিয়াতে কি পরিমান মুসলিম জনসংখ্যা আছে। সেই বিষয় গুলো আমরা উপরের আলোচনা থেকে জানতে পারলাম। তো এগুলো জানার পাশাপাশি আমাদের সার্বিয়াতে মুসলিম জনসংখ্যার বৈশিষ্ট্য গুলো সম্পর্কে জানতে হবে। 

তো এবার আমি আপনাকে সেই বৈশিষ্ট্য গুলো ধাপে ধাপে বলবো। যেমন, 

  1. বর্তমান সময়ে সার্বিয়াতে মোট ৫ লাখ জনসংখ্যা মুসলিম। 
  2. সার্বিয়াতে বেশিরভাগ মুসলিম বসনিয় এবং আলবেনীয় এর বংশদ্ভুত। 
  3. এই দেশের মধ্যে মুসলমানদের দীর্ঘ একটা ইতিহাস আছে। 
  4. সার্বিয়াতে মুসলিমদের পাশাপাশি আরো অনেক ধর্মের মানুষ আছে। 
  5. এই দেশের মধ্যে থাকা মুসলিমরা বিভিন্ন পেশায় কাজ করতে পারেন। 
  6. সার্বিয়া হলো একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। 

চলমান সময়ে সার্বিয়ার মুসলিমদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গুলো উপরের তালিকায় শেয়ার করা হয়েছে। আশা করি, উক্ত বৈশিষ্ট্য গুলোর মাধ্যমে আপনি সার্বিয়ান মুসলিম সম্পর্কে পরিস্কার ধারনা নিতে পারবেন। 

আরো পরুনঃ ক্রোয়েশিয়া মুসলিম জনসংখ্যা কত?

সার্বিয়াতে মুসলিমদের কি কি সুবিধা দেয়?

আমরা সবাই জানি যে, সার্বিয়া হলো একটি ধর্ম নিরপেক্ষ দেশ। তবে এই দেশের মধ্যে অধিকাংশ মানুষ খ্রিষ্টান ধর্ম পালন করে। তবে খ্রিষ্টান ধর্মের মানুষ সংখ্যাগুরু হলেও, এই দেশে মুসলিমদের নানা দিক থেকে সুবিধা প্রদান করা হয়। যেমন, 

  1. এই দেশের মধ্যে মুসলিমরা স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করতে পারে। 
  2. সার্বিয়াতে সকল কর্মসংস্থান শিক্ষাক্ষেত্রে মুসলিমরা অংশ নিতে পারে। 
  3. বিভিন্ন ধরনের সামাজিক কাজে সার্বিয়ানরা যুক্ত থাকতে পারে। 

তো বর্তমান সময়ে সার্বিয়াতে থাকা মুসলিমরা যেসব সুযোগ পায়। সেগুলো উপরের তালিকায় শেয়ার করা হয়েছে। 

আরো পরুনঃ নামিবিয়া মুসলিম কত %

সার্বিয়া দেশ কেমন?

এতক্ষনের আলোচনা থেকে আমরা সার্বিয়া মুসলিম জনসংখ্যা সম্পর্কে জানলাম। তো এবার আমি আপনাকে নতুন একটি বিষয় সম্পর্কে বলবো। যেটি হলো, সার্বিয়া দেশটি কেমন সে সম্পর্কে বলবো। 

তো সহজ কথায় বলতে গেলে সার্বিয়া হলো একটি মিশ্র অর্থনীতির দেশ। আর এই দেশের মধ্যে বিভিন্ন ধরনের খনিজ ও পর্যটন শিল্প আছে। এছাড়াও সার্বিয়াতে কৃষি কাজেরও ব্যাপক চাহিদা আছে। কারন বর্তমান সময়ে সার্বিয়ার মোট কর্মসংস্থানের প্রায় ২০% কৃষিকাজের মাধ্যমে সরবরাহ হয়। 

আর সার্বিয়ার রাজধানীর নাম হলো, বেলগ্রেড। যে রাজধানী শহরটিকে সার্বিয়ার সবচেয়ে আধুনিক ও বানিজ্যিক কেন্দ্র হিসেবে গন্য করা হয়। তবে বেলগ্রেড ছাড়াও সার্বিয়াতে আরো অনেক জনপ্রিয় শহর আছে। সেগুলো হলো, নোভি সাদ, নিকশিচ এবং কসোভোস্কা মিট্রোভিকা ইত্যাদি।

এছাড়াও সার্বিয়া হলো প্রাকৃতিক বৈচিত্র্যের একটি দেশ। যার কারণে আপনি যদি সার্বিয়াতে ভ্রমন করতে যান। তাহলে আপনি প্রকৃতির অপরুপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মূলত সে কারণে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটক সার্বিয়াতে পাড়ি জমায়। 

আরো পরুনঃ ইন্দোনেশিয়া মসজিদের সংখ্যা কত?

আপনার জন্য আমাদের কিছুকথা

বর্তমান সময়ে সার্বিয়াতে মুসলিম জনসংখ্যা কত ও তারা কি কি সুবিধা ভোগ করে। সেগুলো নিয়ে আজকের আর্টিকেলে বিস্তারিত বলা হয়েছে। তো এরপরও যদি আপনার মনে কোনো ধরনের প্রশ্ন থাকে। তাহলে আপনার প্রশ্নটি নিচে কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *