সংযুক্ত আরব আমিরাতের পার্লামেন্টের নাম কি?

What is the name of the United Arab Emirates Parliament বিভিন্ন সময় আমাদের সংযুক্ত আরব আমিরাতের পার্লামেন্টের নাম কি সেটি জানার দরকার হয়। তো সংযুক্ত আবর আমিরাতের পার্লামেন্টের নাম হলো, ফেডারেল ন্যাশনাল কাউন্সিল। যাকে সংক্ষেপে বলা হয়, FNC. 

আর বলে রাখা ভালো যে, FNC হলো একটি প্রতিনিধিত্বমূলক সংসদীয় সংস্থা। যে সংস্থাটি মূলত সংযুক্ত আরব আমিরাতের সাত (০৭) টি আমিরাতের প্রতিনিধিত্ব করে। 

এই সংস্থাটি মোট ৪০ জন সদস্য নিয়ে গঠিত। আর উক্ত সদস্য গুলোর মধ্যে ২৮ জন সদস্য জনসাধারণের ভোটে নির্বাচিত হন। এছাড়াও বাকি ১২ জন সদস্য আমিরাতের শাসকদের দ্বারা মনোনীত হয়ে থাকেন।

আরো পড়ুনঃ সংযুক্ত আরব আমিরাতের মোট আয়তন কত?

সংযুক্ত আরব আমিরাতের মোট আয়তন কত?

উপরের আলোচনা থেকে আমরা জানলাম, সংযুক্ত আরব আমিরাতের পার্লামেন্টের নাম হলো, ফেডারেল ন্যাশনাল কাউন্সিল। তো এবার আমাদের জানতে হবে সংযুক্ত আরব আমিরাতের মোট আয়তন কত। আর বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতের মোট আয়তন হলো,  ৮৩,৬০০ বর্গ কিমি।

এছাড়াও আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। সেটি হলো, আর আমিরাতের মধ্যে শতভাগ স্থলভূমি আছে। যার কারণে আপনি সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কোনো জলভাগ লক্ষ্য করতে পারবেন না। 

আরো পড়ুনঃ সংযুক্ত আরব আমিরাত কয়টি দেশ নিয়ে গঠিত?

সংযুক্ত আরব আমিরাতের মুদ্রার নাম কি?

পৃথিবীর সব দেশের মধ্যে আর্থিক লেনদেন করার জন্য মুদ্রার ব্যবহার করা হয়। ঠিক তেমনি ভাবে সংযুক্ত আরব আমিরাতের মধ্যেও মুদ্রা ব্যবহার করার প্রচলন আছে। আর সেই মুদ্রার নাম হলো, দিরহাম। তবে আমাদের জেনে রাখা দরকার যে, দিরহাম নামটি প্রাচীন গ্রীক মুদ্রা ড্রাকমা থেকে এসেছে।

সংযুক্ত আরব আমিরাত জনসংখ্যা কত?

সর্বশেষ ২০১৭ সালের আদমশুমারী অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যার পরিমান হলো, ৯,৪০০,০০০ জন। আর গোটা দেশের মোট আয়তন অনুসারে আরব আমিরাতের মোট ঘনত্বের পরিমান হলো প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৯৯ জন।  

সংযুক্ত আরব আমিরাত হিন্দু ধর্ম

যদি আপনি সংযুক্ত আরব আমিরাতের ধর্মীয় দিক লক্ষ্য করে দেখেন। তাহলে আপনি দেখতে পারবেন যে, আরব আমিরাতে মুসলিমদের সংখ্যা বেশি। কিন্তুু এখানে ধর্মীয় দিক থেকে তৃতীয় বৃহত্তম ধর্মের নাম হলো, হিন্দুু। কেননা, আরব আমিরাতে বর্তমানে ৬.৬ লাখেরও বেশি হিন্দু ধর্মের অনুসারীরা বসবাস করে। যা আরব আমিরাতের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ। 

সংযুক্ত আরব আমিরাত কয়টি দেশ নিয়ে গঠিত?

আপনারা অনেকেই জানতে চান যে, সংযুক্ত আরব আমিরাত কয়টি দেশ নিয়ে গঠিত। তো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে, এই রাষ্ট্রটি মোট সাত (০৭) টি পূর্ণ রাজতন্ত্রের সমষ্টি নিয়ে গঠিত। আর সেগুলো হলো,  

  1. আবুধাবি, 
  2. আজমান, 
  3. ফুজাইরাহ, 
  4. শারজাহ, 
  5. দুবাই, 
  6. রাস আল-খাইমাহ এবং 
  7. উম্ম আল-কাইওয়াইন আমিরাতগুলি, 

একটা কথা বলে রাখা ভালো সেটি হলো, আবু ধাবির আমির হলেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি ও রাষ্ট্রপ্রধান। অপরদিকে দুবাইয়ের আমীর হলেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও সরকার প্রধান।

সংযুক্ত আরব আমিরাত টাকার রেট কত?

আমাদের বাংলাদেশের মধ্যে যেমন টাকার ব্যবহার করা হয়। ঠিক তেমনি ভাবে সংযুক্ত আরব আমিরাত এর মধ্যে দিরহাম এর ব্যবহার করা হয়। তো সে কারণে আমাদের সংযুক্ত আরব আমিরাতের টাকার রেট জানার প্রয়োজন পড়ে। 

আর বর্তমান সময়ে যদি আপনি দিরহাম এর সাথে টাকার বিনিময় করতে চান। তাহলে আপনি ০১ দিরহাম এর বিনিময়ে বাংলাদেশি টাকায় ৩০.০৩ টাকা পাবেন। যদিওবা এই বিনিময়ের হার একইরকম থাকবে না। তবুও আমি আপনাকে আপডেট টাকার রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। 

আপনার জন্য আমাদের কিছুকথা

যারা সংযুক্ত আরব আমিরাতের পার্লামেন্টের নাম জানতে চেয়েছেন। তাদেরকে উক্ত পার্লামেন্ট এর নাম জানিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে। যেগুলো আপনার জেনে নেওয়া দরকার। 

তো আপনি যদি এমন প্রয়োজনীয় তথ্য গুলো বিনামূল্যে জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *