দক্ষিণ সুদানের আয়তন কত?

What is the size of South Sudan আপনারা অনেকেই দক্ষিন সুদানের আয়তন কত সে সম্পর্কে জানতে চান। তো বর্তমান সময়ে দক্ষিন সুদানের মোট আয়তন হলো প্রায় ৬,৪৪,৩২৯ বর্গ কিমি। আর ২০১৯ সালের সর্বশেষ আদমশুমারী অনুযায়ী দক্ষিন সুদানের মোট জনসংখ্যার পরিমান হলো প্রায় ১২,৭৭৮,২৫০ জন। 

তো আজকের আর্টিকেলে দক্ষিন সুদানের আয়তন কত সেটি জানার পাশাপাশি আরো বেশ কিছু অজানা তথ্য জানবো। যেগুলো আপনার জেনে নেওয়াটা অত্যন্ত জরুরী। তাই আর দেরী না করে চলুন সরাসরি মূল আলোচনা তে ফিরে যাওয়া যাক। 

আরো পড়ুনঃ সুদানের টাকার নাম কি?

দক্ষিণ সুদান কি ধনী দেশ?

আপনারা অনেকেই জানতে চান যে, দক্ষিণ সুদান কি ধনী দেশ কিনা। আর যারা এই বিষয়টি সম্পর্কে জানতে চান তাদের বলবো দক্ষিন সুদান ধনী দেশ নয়। কেননা, এই দেশটি বর্তমান সময়ে বিশ্বের অন্যতম দরিদ্র দেশের তালিকায় অবস্থান করে আছে। 

কেননা, গত কয়েক দশক ধরে এই দেশটি যুদ্ধ বিগ্রহের মধ্যে কাটিয়েছে। আর সেইসব যুদ্ধের অবসান ঘটিয়ে দক্ষিন সুদান ২০১১ সালের জুলাই মাসে নিজেকে একটি স্বাধীন দেশ হিসেবে পরিচিত করতে পেরেছে। কিন্তুু দীর্ঘ সময় যুদ্ধ বিগ্রহের ফলে এই দেশের অর্থনৈতিক অবস্থা একবারে ভেঙ্গে পড়েছে। যার ফলে দক্ষিন সুদানকে একটি গরিব দেশ হিসেবেই ধরা হয়। 

আরো পড়ুনঃ সুদানের বর্তমান অবস্থা

দক্ষিন সুদানের স্বাধীনতা আন্দোলনের নেতার নাম কি? 

বর্তমান সময়ে দক্ষিন সুদান একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর দক্ষিন সুদানের স্বাধীনতার পেছনে যে ব্যক্তির ব্যাপক ভূমিকা ছিলো তার নাম হলো, জোসেফ লাগু। মূলত তিনি হলেন এমন একজন ব্যক্তি যিনি সর্বপ্রথম দেশের মধ্যে থাকা সকল গেরিলা দলকে একত্রিত করেছিলেন। 

আর সবাইকে একত্রিত করার মাধ্যমে তিনি বিছিন্নতাবাদী গোষ্ঠির মাধ্যমে একটি সুসংগঠিত দল তৈরি করেছিলেন। যা যুদ্ধের ইতিহাসে এমন ঘটনা সত্যিই বিরল। তবে জোসেফ লাগুর সুসংগঠিত দল তৈরি করার মূল উদ্দেশ্যে হলো দক্ষিন সুদানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। 

আরো পড়ুনঃ দক্ষিণ সুদান ধর্ম সম্পর্কে জানুন 

দক্ষিণ সুদানের মানব উন্নয়ন সূচকে এত কম কেন?

যেহুতু আপনি দক্ষিন সুদানের আয়তন কত সে সম্পর্কে জানতে এসেছেন। সেহুতু আপনার আরো একটি বিষয় জেনে রাখতে হবে। সেটি হলো, বর্তমান সময়ে দক্ষিন সুদানের মানব উন্নয়ন সূচক খুবই কম। যার কারণে আপনারা অনেকেই জানতে চান যে, দক্ষিণ সুদানের মানব উন্নয়ন সূচকে এত কম কেন। 

বর্তমান সময়ে দক্ষিন সুদানের অর্থনৈতিক অবস্থা খুব টালমাটাল। কেননা, এই দেশটি অনেক যুদ্ধ বিগ্রহ শেষ করার পর নিজেদের স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তুু যুদ্ধের কারণে এই দেশটির অবস্থা এতোটাই শোচনীয় যা বলার বাইরে। কেননা, এই দেশের মধ্যে বেশিরভাগ শহরে এখন পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি। এছাড়াও উক্ত শহর গুলোতে এখনও সুস্বাদু জলের অভাব রয়েছে। 

এছাড়াও দক্ষিন সুদানের রাস্তা গুলো এখনও পাকা করা সম্ভব হয়নি। উইকিপিডিয়া এর তথ্য মতে দক্ষিন সুদানের মধ্যে মাত্র মাত্র 10,000 কিমি পাকা রাস্তা আছে। এর বাইরে ঐ দেশের মধ্যে প্রায় সব রাস্তা কাঁচা।    

তেল থাকা সত্ত্বেও দক্ষিণ সুদান কেন দরিদ্র?

একটা বিষয় আমরা সকলেই বেশ ভালো করে জানি। সেটি হলো, দক্ষিন সুদানের মধ্যে প্রচুর পরিমান তেল সম্পদ আছে। কিন্তুু তারপরও এই দেশটি দরিদ্র দেশের তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। যার কারণে আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে, তেল থাকা সত্ত্বেও দক্ষিণ সুদান কেন দরিদ্র। 

আর এই দরিদ্রতার পেছনে মূল কারণ হলো, ব্যবস্থাপনার অভাব। অর্থ্যৎ কোনো একটি দেশের মধ্যে থাকা প্রাকৃতিক সম্পদকে যেভাবে ব্যবহার করলে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। তার কোনোটাই দক্ষিন সুদানে সঠিক ভাবে পালন করা হয়না। যার ফলে তেল সম্পদ এর প্রাচুর্যতা থাকার পরও এই দেশটি দরিদ্য দেশের তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। 

আপনার জন্য আমাদের কিছুকথা 

দক্ষিন সুদানের আয়তন কত সেটি আজকের আর্টিকেলে শেয়ার করা হয়েছে। এছাড়াও দক্ষিন সুদান সম্পর্কে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে। যে তথ্য গুলো আপনার জেনে নেওয়া দরকার। তো আশা করি, আজকের লেখা আর্টিকেল টি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। 

আর আপনি যদি এমন ধরনের অজানা বিষয় গুলো সহজ ভাষায় জানতে চান। তাহলে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *