তুরস্ক কিসের জন্য বিখ্যাত?

What is Türkiye famous for তুরস্ক ইউরোপ ও এশিয়া মহাদেশ এর মধ্যে অবস্থিত একটি দেশ। যে দেশকে একটি বহুবর্ষীয় এবং একটি বহু সাংস্কৃতিক দেশ হিসেবে ধরা হয়। আর তুরস্কের ইতিহাসকে একটি সমৃদ্ধ ইতিহাস হিসেবে গন্য করা হয়। কেননা, তুরস্কের ইতিহাস প্রায় ১০ হাজার বছরের পুরোনো। 

আর আজকের আলোচনায় আমরা তুরস্ক সম্পর্কে বিভিন্ন বিষয় জানবো। এর পাশাপাশি তুরস্ক কিসের জন্য বিখ্যাত সে সম্পর্কে সঠিক তথ্য গুলো জানার চেষ্টা করবো। তাই চলুন আজকের আলোচনায় তুরস্ক নিয়ে বিষদভাবে আলোচনা করা যাক। 

আরো পড়ুনঃ তুরস্ক কাজের বেতন কত?

তুরস্ক কি?  

সহজ কথায় বলতে গেলে তুরস্ক হলো একটি দেশ যেটি দক্ষিণ-পূর্ব ইউরোপ এবং পশ্চিম এশিয়া জুড়ে অবস্থিত। আর তুরস্ককে একটি বহুজাতিক এবং একটি বহুভাষিক দেশ হিসেবে ধরা হয়। বর্তমান সময়ে তুরস্কের রাজধানীর নাম হলো, আঙ্কারা। আর এই দেশের মধ্যে ইস্তাম্বুল শহরকে সবেচেয় বৃহত্তম শহর হিসেবে ধরা হয়। 

এই দেশটির মোট আয়তন হলো প্রায় ৭,৮৩,৩৫৬ বর্গ কিমি। আর এই বৃহৎ আয়তন জুড়ে তুরস্কের মধ্যে মোট জনসংখ্যার পরিমান হলো ৮,৩৬,১৪,৩৬২ জন। যেটি ৩১ ডিসেম্বর ২০২০ সালের সর্বশেষ আদমশুমারী থেকে জানা গেছে। 

আরো পড়ুনঃ তুরস্ক কাজের ভিসা ২০২৪

তুরস্ক কিসের জন্য বিখ্যাত?

উপরের আলোচনা থেকে আমরা তুরস্ক কি সে সম্পর্কে জানলাম। তো এবার আমাদের জানতে হবে যে, তুরস্ক কিসের জন্য বিখ্যাত। আর এই দেশটি আসলে বিখ্যাত হওয়ার পেছনে যেসব কারণ আছে। এবার আমি আপনাকে ধাপে ধাপে সেই কারণ গুলো বলার চেষ্টা করবো। 

০১- তুরস্কের ইতিহাস

তুরস্কের ইতিহাসকে সবচেয়ে সমৃদ্ধ ইতিহাস হিসেবে গন্য করা হয়। কেননা, এই দেশটির ইতিহাস প্রায় ১০ হাজার বছরের পুরোনো। ধারনা করা হয় প্রাচীনকালে তুরস্ক রোমান, গ্রিক, বাইজেন্টাইন ও অটোমান সমাজ্যের আবাসস্থল ছিলো। 

আর বর্তমান সময়ে তুরস্কের মধ্যে এমন অনেক ঐতিহাসিক স্থান ও স্মৃতিস্তম্ভ আছে। যার মাধ্যমে আপনি তুরস্কের অনেক প্রাচীন ইতিহাস সম্পর্কে ধারনা নিতে পারবেন। যেমন, হাগিয়া সোফিয়া নামের প্রাচীন গির্জা, অটোমান সুলতানদের টপকাপি প্রাসাদ, গ্র্যান্ড বাজার, প্রাচীন রোমান শহর এফিয়াস।

আরো পড়ুনঃ তুরস্কের স্বাধীনতার ইতিহাস

০২- প্রাকৃতিক সৌন্দর্য

তুরস্ক শুধুমাত্র প্রাচীন ইতিহাসের জন্যই বিখ্যাত নয়। বরং এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য এতোটাই মনোমুগ্ধকর যা সব মানুষের কাছে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করবে। এর কারণ হলো, তুরস্কের মধ্যে রয়েছে সমুদ্র সৈকত, অগনিত পর্বতমালা, হ্রদ এর পাশাপাশি রয়েছে ঘন সবুজ বনাঞ্চল। 

আর এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার অন্যতম কিছু স্থান হলো ইয়ুরোপের সীমান্ত, কারাডেনিজ উপকূল, ভূমধ্যসাগরীয় উপকূল, ক্যাপডোকিয়া, পামুক্কালে ইত্যাদি। 

০৩- খাবার

তুরস্ক হলো এমন একটি দেশ, যে দেশের খাবারের মধ্যেও যথেষ্ট বৈচিত্র্য আছে। আর আপনি যখন এই দেশে যাবেন তখন লক্ষ্য করতে পারবেন যে, তুরস্কের খাবারে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার প্রভাব আছে। 

আর বর্তমান সময়ে তুরস্কের মধ্যে যেসব খাবার জনপ্রিয়তার শীর্ষে আছে। সেই খাবার গুলো হলো, বালাক লুকুমা, ইয়ালানি ইয়ার্মা, মজাদালা, ডোনার কেবাব, কেবাব ইত্যাদি। 

০৪- তুরস্কের ধর্ম

ধর্মের দিক থেকেও তুরস্ক হলো অন্যতম একটি দেশ। কেননা, এই দেশের মধ্যে বসবাসকারী মোট জনসংখ্যার প্রায় ৯৬.৫ শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী। যার কারণে তুরস্ককে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ধরা হয়। তবে এই দেশের মধ্যে মুসলিম ছাড়াও অন্যান্য ধর্মালম্বীর মানুষ আছে। 

এছাড়াও বর্তমান সময়ে তুরস্কের মধ্যে মোট যতগুলো মুসলিম জনসংখ্যা আছে। তাদের মধ্যে প্রায় ৯০ শতাংশ মানুষ হলো সুন্নি। আর বাকিরা আলেভি, শিয়া এবং অন্যান্য সুন্নি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত রয়েছে।

আরো পড়ুনঃ তুরস্ক যেতে কত টাকা লাগে?

আপনার জন্য আমাদের কিছুকথা 

তুরস্ক কিসের জন্য বিখ্যাত সে কারণ গুলো আজকের আর্টিকেলে উল্লেখ করা হয়েছে। আর আপনার জন্য তুরস্ক নিয়ে আরো কিছু জানার থাকে। তাহলে নিচে একটা কমেন্ট করে সেই বিষয়টি বলবেন। এছাড়াও বিভিন্ন দেশ সম্পর্কে বিভিন্ন বিষয় সহজ ভাষায় জানতে আমাদের সাথে থাকবেন। 

এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *