তুরস্ক কাজের ভিসা ২০২৪

আমাদের বাংলাদেশের অনেক প্রবাসী নিজের জীবনের তাগিদে বিভিন্ন দেশে কর্মরত আছেন। তবে এমন অনেক মানুষ আছেন, যারা আসলে ইউরোপের দেশ তুরস্ক যেতে চায়। 

আর তুরস্ক কাজের ভিসা পেতে হলে আপনাকে কি কি কাজ করতে হবে। আপনার তুরস্ক কাজের ভিসার জন্য কি কি ডকুমেন্টস এর দরকার হবে। আজকের আর্টিকেলে সেই বিষয় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

আরো পড়ুনঃ তুরস্ক কাজের বেতন কত?

তুরস্ক কাজের ভিসা পাওয়া উপায়

যারা বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ থেকে তুরস্ক কাজের ভিসায় যেতে চান। তারা বিভিন্ন মাধ্যমে তাদের কাঙ্খিত ভিসা সংগ্রহ করতে পারবেন। আর সেই ভিসা পাওয়ার উপায় গুলো হলো, 

  1. তুরস্ক দুতাবাস থেকে,
  2. অনলাইনে আবেদন করার মাধ্যমে,

তো আপনি চাইলে আপনার সকল ডকুমেন্টস সহকারে তুরস্ক দুতবাসে আবেদন করেও ভিসা সংগ্রহ করতে পারবেন। আবার আপনি অনলাইনে আবেদন করার মাধ্যমেও আপনার ভিসা সংগ্রহ করতে পারবেন। 

তবে আপনি ভিসার জন্য যেভাবেই আবেদন করুন না কেন। আপনাকে অবশ্যই আবেদন করার সময় সকল ডকুমেন্টস প্রদান করতে হবে। 

আরো পড়ুনঃ তুরস্কের স্বাধীনতার ইতিহাস

তুরস্ক কাজের ভিসা আবেদন করার জন্য কি কি লাগবে?

যখন আপনি তুরস্ক কাজের ভিসার জন্য আবেদন করবেন। তখন আপনাকে অনেক ধরনের ডকুমেন্টস দিতে হবে। আর এবার আমি আপনাকে একটি তালিকা প্রদান করবো। যে তালিকায় সেই প্রয়োজনীয় ডকুমেন্টস গুলোর নাম দেখতে পারবেন। যেমন, 

  1. পূরনকৃত ভিসা আবেদনপত্র,
  2. একটি বৈধ পাসপোর্ট,
  3. তুরস্ক থেকে চাকরির অফার লেটার,
  4. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি,
  5. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (যদি প্রয়োজন হয়)। 
  6. কাজের দক্ষতার সার্টিফিকেট,
  7. আর্থিক সচ্ছলতার প্রমাণ,
  8. তুর্কি ভাষা দক্ষতার প্রমানপত্র,

প্রাথমিক ভাবে যখন আপনি তুরস্ক ভিসার জন্য আবেদন করবেন। তখন আপনার উপরের ডকুমেন্টস গুলোর দরকার হবে। আর যখন আপনি ভিসা আবেদনপত্র পূরন করবেন, তখন খেয়াল রাখবেন সেখানে দেওয়া তথ্য গুলোতে যেন কোনো ভুল না থাকে। 

আরো পড়ুনঃ তুরস্ক যেতে কত টাকা লাগে?

তুরস্ক কাজের ভিসা পাওয়ার নিয়ম কি?

কোনো একটি দেশের কাজের ভিসা পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম ফলো করতে হয়। ঠিক তেমনি ভাবে যখন আপনি তুরস্ক যাওয়ার জন্য কাজের ভিসার আবেদন করবেন। ঠিক তখনও আপনাকে নির্দিষ্ট নিয়ম মেনে ভিসা আবেদন করতে হবে। 

আর আপনার বোঝার সুবিধার জন্য আমি নিচে একটি চেকলিষ্ট শেয়ার করলাম। আপনাকেও সেই চেকলিষ্ট অনুযায়ী কাজ করতে হবে। যেমন, 

  1. সবার প্রথমে আপনাকে তুরস্কের কোনো কোম্পানি থেকে জব অফার লেটার নিতে হবে। 
  2. এরপর সেই কোম্পানিকে আপনার ভিসা স্পন্সর করার জন্য অনুরোধ করতে হবে। 
  3. এবার আপনাকে ভিসা আবেদনপত্র টি সঠিক ও নির্ভুল ভাবে পূরন করতে হবে। 
  4. সকল প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ করে সেগুলো জমা দিতে হবে। 
  5. আপনাকে অবশ্যই নির্ধারিত ভিসা ফি দিতে হবে। 
  6. ভিসা কার্যক্রম সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। 

এরপর যখন আপনার হাতে তুরস্ক কাজের ভিসা আসবে। তখন আপনি সেই ভিসার মাধ্যমে তুরস্ক যেতে পারবেন। আর সেই দেশে যাওয়ার পর আপনি চাকরি করতে পারবেন। 

আরো পড়ুনঃ তুরস্ক কিসের জন্য বিখ্যাত?

তুরস্কে কোন কাজের বেতন বেশি?  

বর্তমান সময়ে তুরস্কের মধ্যে বিভিন্ন কাজের ব্যাপক পরিমান চাহিদা আছে। তবে এবার আমি আপনাকে এমন কিছু কাজ সম্পর্কে বলবো। যে কাজ গুলোতে তুরস্কে সবচেয়ে বেশি বেতন দেওয়া হয়। আর উক্ত কাজ গুলোর নাম নিচের তালিকায় শেয়ার করা হলো। যেমন, 

  1. ব্যাংকার
  2. বিপণনকারী
  3. কম্পিউটার বিজ্ঞানী
  4. প্রকল্প ব্যবস্থাপক
  5. ব্যবস্থাপনা পরামর্শদাতা
  6. ডাক্তার
  7. বিক্রয় প্রতিনিধি
  8. বিপণন প্রতিনিধি
  9. আইনজীবী
  10. প্রকৌশলী

আপনি যদি তুরস্কে গিয়ে উপরের এই কাজ গুলো করতে পারেন। তাহলে আপনি সেই দেশের সর্বোচ্চ বেতন সুবিধা নিতে পারবেন। তবে অন্যান্য কাজের ক্ষেত্রেও আপনি বেশ ভালো বেতন পাবেন। 

পরিশেষে আপনার জন্য আমাদের কিছুকথা 

তুরস্ক কাজের ভিসার আবেদন করতে আপনার কি কি লাগবে এবং কিভাবে আবেদন করবেন। সেই বিষয় গুলো নিয়ে আজকে বিষদভাবে আলোচনা করা হয়েছে। তবে এরপও যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনার প্রশ্নটি নিচে কমেন্ট করবেন। 

আর বিভিন্ন দেশের কাজের ভিসার আপডেট তথ্য পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, ‍সুস্থ থাকুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *